নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীসহ ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার
জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বর যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নববধূ ও শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু নববধূর নাম তাসলিমা আক্তার।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তিনি জানান, নিহতদের মধ্যে ৩ জন শিশু ও ৪জন নারী রয়েছেন। এখনো চলছে উদ্ধার অভিযান। কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চলমান রেখেছে।