পঞ্চগড়ের আটোয়ারী থানাহাজতে রক্তাক্ত তরুণ, পুলিশের দাবি ‘আত্মহত্যার চেষ্টা’
পঞ্চগড়ের আটোয়ারী থানাহাজতে থাকাকালে সাইদুল ইসলাম (২৪) নামের এক তরুণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শনিবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরিবার পক্ষ থেকে হাজতে নির্যাতনের অভিযোগ তুললেও পুলিশের দাবি, হাজতের লোহার দরজায় মাথা ঠুকে ওই তরুণ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
সাইদুল ইসলাম উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের তফিজ উদ্দিনের ছেলে। বর্তমানে পুলিশি পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আটোয়ারী এলাকায় বিভিন্ন চুরির ঘটনায় সন্দেহমূলকভাবে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আগে একটি বিদ্যালয়ের ল্যাব থেকে ল্যাপটপ চুরির মামলা রয়েছে তার নামে। তবে তিনি সেই মামলায় জামিনে আছেন।
সাইদুলের বড় বোন জেসমিন আক্তার বলেন, তাঁর ভাইয়ের নামে আগে একটা মামলা ছিল। কিন্তু সেই মামলায় জামিনে রয়েছেন তিনি। তারপরও কেন তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা জানতে চাইলে পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলেছে। শনিবার সকালে থানার হাজতে তার কে রক্তাক্ত অবস্থায় দেখেন সাইদুলের বড় বোন। কিন্তু পুলিশ আধা ঘণ্টা পরে তাঁকে হাসপাতালে নিয়েছে। তাঁকে নির্যাতন করা হয়েছে দাবি করে তিনি জানান, ‘পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কীভাবে রক্তাক্ত হলো আমার ভাই?’
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় গুরুতর আহত ওই তরুণের মাথার সামনের দিকে (কপালে) আঘাত ছিল। সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং পরে কয়েকটি সেলাই করা হয়েছে। লোহা জাতীয় কোনো কিছুর আঘাতে এমনটা হয়েছে বলে মনে করেন তিনি। বর্তমানে কিছুটা স্বাভাবিক রয়েছেন তিনি এবং পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এর আগে একটি ল্যাপটপ চুরির মামলা রয়েছে ওই তরুণের নামে। সম্প্রতি আটোয়ারী এলাকায় কয়েকটি চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মাধ্যমে ওই তরুণ সাইদুলের নাম এসেছে। এ জন্য আটক করা হয়েছে তাকে। শনিবার সকালে ওই তরুণকে আদালতে নেওয়ার প্রস্তুতির সময় হাজতের লোহার দরজায় মাথা ঠুকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা ধরে ফেলে তাকে শান্ত করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।