ভারতে মহানবী (সাঃ)কে কটুক্তি: সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের হিন্দুধর্ম প্রচারক রামগিরি মহারাজ এবং বিজেপির নেতা নিতেশ রানা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদে সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ই অক্টোবর রবিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের আয়োজনে এমানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আজিজুর রহমান জিহাদী।
এসময় হাফেজ শেখ কামরুল ইসলাম, হাফেজ রাকিব হোসেন, হাফেজ মোঃ আব্দুল হাকিম, হাফেজ কহিনুর, হাফেজ মোক্তার, হাফেজ ইমরান, হাফেজ শেখ ইমাম হুসাইন, হাফেজ মুজাহিদ, মাস্টার বদিউজ্জামান, হাফেজ আবুল বাশার, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমগ্র সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন।