Type to search

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৪

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারে উখিয়ায় অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয়  জানা যায়নি।

উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ  শেফায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কক্সবাজারগামী অটোরিকশাটি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা মিনিট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি ২টি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়েছে। গাড়িগুলো রাস্তায় পড়ে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। উখিয়া থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গাড়িগুলো সরানোর কাজ শেষে হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »