Type to search

সারাদেশ

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটে খিলার টুঘুরিয়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ২ জন।

নিহতরা হলেন-মাসুদুর রহমান (৬৫), হাবিব হোসেন (২২), মইফুল বেগম (৩৫) এবং সিএনজিচালক শহিদুল ইসলাম (৪৫)। তারা সবাই উত্তর হাওলা এলাকার মনোহরগঞ্জর উপজেলার।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক আব্দুল আলীম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল আলীম জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এবিসিবি/এমআই

Translate »