Type to search

সারাদেশ

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১০

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী-ময়মনসিংহ লিংক রোডে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এলাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে লিংক রোডে পৌঁছালে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তির পর দুইজনের মৃত্যু হয়েছে। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

Translate »