Type to search

সারাদেশ

নওগাঁয় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাতবাড়িয়ার এলাকার শ্রীরামপুর মোড়ে এ ঘটনা ঘটেছে।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক বলেন, মান্দা থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাতবাড়িয়ার এলাকার শ্রীরামপুর মোড়ে রাত ৯টার দিকে পৌঁছায়। বিপরীত থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।

এবিসিবি/এমআই

Translate »