নওগাঁর মান্দায় ‘বাংলা মদের বিষক্রিয়ায়’ ৩ বন্ধুর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার বিলউথরাইল এলাকায় ‘মদ্যপানের পর বিষক্রিয়ায়’ ৩ বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ‘বাংলা মদ’ খেয়েছিলেন ওই ৩ বন্ধু। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাকুরিয়া গ্ৰামের ঘটনা এটি। মারা যাওয়া ৩ জন হলেন উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের শারিকুল ইসলাম (২২), পাকুড়িয়া মধ্যপাড়া এলাকার আশিক হোসেন আশিক (১৮) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর এলাকার নাঈমুর রহমান নিশাত (১৭)। তারা মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
শারিকুল ইসলামের বাবা আক্কাস আলী জানান, বেলা তিনটার দিকে ছেলে শারিকুল খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যায় তাঁরা তার মৃত্যুর খবর পান। কিছুই বুঝতে পারছেন না, ছেলে কীভাবে মারা গেল!
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আনন্দ কুমার জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই তিন তরুণের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ পানের পর বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, এটা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ঈদের আনন্দ পালন করতে গিয়ে ওই বন্ধুরা মদ পান করছিল বলে জানা গেছে। অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যায়। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এবিসিবি/এমআই