Type to search

সারাদেশ

মুন্সীগঞ্জে আইপিএলের জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধিঃ বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে জুয়ায় হেরে মুন্সীগঞ্জের শ্রীনগরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

গত শনিবার রাতে উপজেলার বাঘড়া গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আত্মঘাতী ওই যুবকের নাম সুমন হোসেন (৪০)। তিনি ওই এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।

স্থানীয়দের দাবি, সুমন ৪ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন। এরপর থেকে আসক্ত হন আইপিএল ও ক্রিকেট জুয়ায়।

আইপিএলের জুয়ায় হেরে সুমন অনেক ঋণ হয়েছিলেন। পাওনাদাররা টাকার জন্য তাকে চাপ দিতেন। এ চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

৩ সন্তানের জনক সুমন শনিবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »