Type to search

সারাদেশ

শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ শেরপুরে ট্রাকচাপায় বাবা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর -ঝিনাইগাতী সড়কের তাতালপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মো. রফিক (৪৭) ও তার ছেলে রাব্বী (১৬)।

স্থানীয়দের বরাতে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রোমান জানান, রাত সাড়ে ৭ টার দিকে শেরপুর-ঝিনাইগাতি সড়কের তাতালপুর এলাকায় শেরপুরগামী চালবাহী ট্রাকের নালিতাবাড়িগামী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন।  এঘটনায় চালকসহ আহত ৪ জনকে স্থানীয়রা শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে এলে আরও একজন মারা যান।

এবিসিবি/এমআই

Translate »