আশুলিয়ার জামগড়ায় সড়কে পোশাকশ্রমিকরা, পুলিশের টিয়ারশেল-লাঠিচার্জ

জেলা প্রতিনিধিঃ ন্যুনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজ শনিবার সকালেও রাস্তায় নেমেছেন পোশাকশ্রমিকরা। আশুলিয়ার জামগড়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়কে নামেন শ্রমিকেরা। সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবদুল্লাহপুর-বাইপাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, ‘শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে বের হয়ে এসে আবদুল্লাহপুর-বাইপাল সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের ওপর শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পুলিশ কাঁদানেগ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।’
আহত কয়েকজন শ্রমিককে জামগড়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে শ্রমিকরা ছাড়াও একজন ভ্যানচালক রয়েছেন।
এবিসিবি/এমআই