ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।
কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জহিরুল ইসলাম জানান, ভারত সীমান্তের ভেতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার লাশ এখনো বিএসএফের কাছে আছে।
তবে সঠিক কি কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিৎ করতে পারেনি বিজিবি ও পুলিশ।
এবিসিবি/এমআই