তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু, মা গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ মাদারীপুরে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা যাওয়া ২ শিশুর মা পূর্ণিমা বৈদ্যকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক তন্ময় মণ্ডল ও ডিবি পুলিশের একটি বিশেষ দল ঢাকার কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় তাকে মাদারীপুর সদর থানায় আনা হয়। সোমবার মাদারীপুর সদর থানায় মৃত্যুর বাবা মানিক বৈদ্যর ভাইয়ের বউ রত্না রানী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুড়ে যাওয়া ২ শিশুর মা পূর্ণিমা বৈদ্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের মওলা মাতুব্বরের বাড়িতে তালাবদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় ২ শিশু আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন শিশুদের মা পূর্ণিমা বৈদ্য ও নানি।
এদিকে, শিশুদের বাবা মানিক বৈদ্য কারাগারে থাকায় দুই শিশু মিঠু বৈদ্য (৩) ও মানব বৈদ্যর (১) মরদেহ তাদের চাচি রত্না রাণীর কাছে হস্তান্তর করে পুলিশ।
এবিসিবি/এমআই