সাতক্ষীরায় ১২০ টাকায় ৫৫ জন পুলিশে চাকরি পেলেন

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ১২০ টাকা খরচ করে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ৫৫ জন নারী-পুরুষ।
গত বুধবার (২০ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে কনস্টেবল পদে ফলাফল ঘোষণা করেন এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এর মধ্যে ৮জন নারী ও ৪৭ জন পুরুষ।
এ সময় পুলিশ সুপার জানান, সাতক্ষীরা জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের আগামী ২৫ ডিসেম্বর রাজারবাগ পুলিশ হাসপাতালে মেডিক্যাল পরীক্ষায় অংশ নিতে হবে।
এবারের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অনলাইনে এক হাজার ৬০ জন আবেদন করেছেন। এদের মধ্য থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫৫ জন। এছাড়া ৭জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে।
এবিসিবি/এমআই