সিরাজগঞ্জে আবারও গমবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের ঢাকা-সিরাজগঞ্জ-রংপুর মহাসড়কে আবারও গমবোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৯ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার মফিজ মোড়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও ট্রাকটির কেবিনসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাজশাহী যাবার পথে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ট্রাকটি মহাসড়কের ওই স্থানে দাঁড়িয়ে আরেকটি ট্রাক থেকে জ্বালানি সংগ্রহ করছিল। এ সময় মহাসড়কে টহল পুলিশ না থাকায় দুর্বৃত্তরা সহজেই আগুন ধরিয়ে সটকে পড়ে বলে জানান স্থানীয়রা।
এর আগে বিএনপি-জামায়াতের চলমান আন্দোলনে সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত ৩টি ট্রাকে আগুন দেওয়া হয়। গত ৮ নভেম্বর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে একই মহাসড়কের ঝাঐল এলাকায়, গত ৩১ অক্টোবর রায়গঞ্জের ষোল মাইল তবারীপাড়ায় পণ্যবাহী ২টি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। গত ৩ সপ্তাহে মহাসড়কের বগুড়ায় সাত ট্রাক ও ৩টি মোটরসাইকেলসহ ১০টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা।
ওসি আব্দুল কাদের জিলানী জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ গোলচত্বর থেকে নলকা পর্যন্ত সাড়ে ১৮ কিলেমিটারে ৩ শিফটে ৯০ জন নিরাপত্তা পুলিশ ডিউটি করছেন। সুযোগ পেলেই নাশকতা ঘটানোর চেষ্টা করছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনা নিয়ে কাজ করছে গোয়েন্দারা।
এবিসিবি/এমআই