Type to search

অর্থ ও বাণিজ্য

বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ২০ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টরস বাংলাদেশের মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটি প্রজেক্টের অর্থায়নে অনুমোদন দিয়েছে অতিরিক্ত ২০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। জাতীয় কৌশলগত শস্য মজুদ ৫ কোটি ৩৫ হাজার ৫শ টন করতে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দেশের ৪৫ লাখ পরিবারের জন্য এই অনুমোদন দেয়া হয়।

রবিবার (২ আগস্ট) বিশ্বব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্প ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোভিড-১৯ সংকটের সময়ে বাংলাদেশের খাদ্য অনিশ্চয়তা মোকাবেলায় সহায়তা করবে।

প্রকল্পের আওতায় ৮টি জেলায় ধান ও গম মজুদে সরকারি ৮টি আধুনিক গুদাম নির্মাণে সহায়তা দেয়া হবে।

বর্তমানে মাধবপুর, আশুগঞ্জ ও ময়মনসিংহে এ ধরণের গুদাম তৈরির কাজ চলছে। অতিরিক্ত অর্থ নারায়ণগঞ্জ, ঢাকা ও বরিশালে ধানের গুদাম এবং চট্টগ্রাম ও মহেশ্বরপাশায় গমের গুদাম নির্মাণে ব্যয় হবে।

অতিরিক্ত এই অর্থ অনলাইন ফুড স্টক এন্ড মার্কেট মনিটরিং সিস্টেম (এফএসএমএমএস) এর মাধ্যমে শস্য মজুদ ব্যবস্থাপনা দক্ষতার উন্নয়ন এবং পরিবারগুলোর দুর্যোগোত্তর চাহিদা পূরণে শস্য মজুদ সক্ষমতাকে বাড়িয়ে দেবে বলে এ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়া, এই প্রকল্প বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও ভূটানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর মোহাম্মদ আনিস জানান, বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ লোক গ্রামে বসবাস করেন। তাদের কল্যাণ, জীবনযাপন ও খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তনজনিত হুমকির কবলে রয়েছে।

এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের টিম লিডার ক্রিশ্চিয়ান বার্গার জানান, বর্তমানে বাংলাদেশে সরকারি খাদ্য বিতরণ ও শস্য গুদামে ২০ লাখ টন মজুদের সক্ষমতা রয়েছে। এসব গুদামের অধিকাংশের মান খুব লাজুক। ফলে, মজুদকৃত শস্যের পুষ্টিমূল্য ও গুণগত মান হারায়। এই প্রকল্প শস্য মজুদ দক্ষতাকে আরো বাড়িয়ে তুলবে। খবর বাসস

Translate »