Type to search

কমিউনিটি

পোল্যান্ডে বাংলাদেশিদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে

বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় পোল্যান্ডকে ইউরোপের অন্যতম হটস্পট বললেও ভুল হবে না। ওয়ার্ল্ড ও মিটার্স ডট ইনফো কর্তৃক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে এখন পর্যন্ত পোল্যান্ডে সর্বমোট করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৯ লাখ ৮৫ হাজার ৭৫ জন। এর মধ্যে বেশ কিছু বাংলাদেশিও রয়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে পজিটিভ শনাক্ত হয়ে এখন পর্যন্ত পূর্ব ইউরোপের এ দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ২৯ জন এবং ৫ লাখ ৫৯ হাজার ৪২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। গড়ে প্রতিদিন দেশটিতে ১৫ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হচ্ছেন এবং পাঁচশোর বেশি মানুষ মারা যাচ্ছেন।

শীতের আগমনের সাথে সাথে পোল্যান্ডে সেকেন্ড ওয়েভে আশঙ্কাজনকভাবে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, গ্রীষ্মকালীন সময়ে অবকাশ যাপনের কেন্দ্রগুলোতে এক সঙ্গে অনেক মানুষের সমাগম ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে দেশটির জনসাধারণের অসচেতনতা মূলত সেকেন্ড ওয়েভে দেশটি করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের প্রধান কারণ।

সঠিকভাবে উল্লেখ করা সম্ভব না হলেও পোল্যান্ডে সব মিলিয়ে ৩ থেকে ৪ হাজার বাংলাদেশির বসবাস, যাদের বেশিরভাগই পোল্যান্ডে এসেছেন শিক্ষার্থী হিসেবে যদিও শেষ পর্যন্ত অনেকে পড়াশুনা শেষ না করে ওয়ার্ক পারমিটের মাধ্যমে তাদের ভিসার প্রকৃতি পরিবর্তন করেছেন।
দেশটির রক্লো, ওয়ারশ এবং পোজনান এ তিনটি শহরে সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। রাজধানী ওয়ারশতে রয়েছে বাংলাদেশের স্থায়ী দূতাবাসও।

পোল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক পরামর্শদাতা এডুএক্সপ্লোরের সিইও প্রকৌশলী আহমেদ রাজ বিন আইয়ুব জনান, দেশটিতে সেকেন্ড ওয়েভে অনেক বাংলাদেশি করোনাভাইরাসে শনাক্ত হচ্ছেন। এমনকি কয়েক দিন আগে করোনাভাইরাসে শনাক্ত হয়ে দেশটির অন্যতম শহর রাক্লোতে চল্লিশোর্ধ্ব ১ বাংলাদেশির মৃত্যুও হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

রাজ নিজেও করোনা সংক্রমিত হয়েছিলেন। তিনি বলেন, তার সাথে থাকা আরও ২ বাংলাদেশিও একই সময়ে করোনাভাইরাসে শনাক্ত হয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটিতে বসবাস করা আরও এক বাংলাদেশি বলেন, সেকেন্ড ওয়েভে এসেও দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মাঝে করোনাভাইরাস নিয়ে তেমন একটা সচেতনতা কাজ করছে না। অনেকের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ থাকার পরেও তারা বিষয়টিকে তেমন একটা গুরুত্ব সহকারে দেখছেন না।

Translate »