ভারতে ট্রাকচাপায় বাংলাদেশির মৃত্যু

ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্তের কাছে বসিরহাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১ জন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক। গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত বাংলাদেশি নাগরিকের নাম আশুতোষ গায়েন (৩০) ও ভারতীয় নাগরিকের নাম সুশান্ত কর।
নিহত আশুতোষের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস থেকে এক বছর আগে পর্যটন ভিসায় ভারতে আসেন আশুতোষ। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। কলকাতায় আসার পরে পূর্ব পরিচিত সুশান্তের সহযোগিতায় কলকাতায় রাজমিস্ত্রির কাজ শুরু করেন আশুতোষ। বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন বাগুইআটি থানার জগতপুর এলাকায়।
সুশান্ত করের আত্মীয় কল্যাণ বিশ্বাস বলেন, রোববার সন্ধ্যায় সাতক্ষীরায় আশুতোষের মা মারা গেছেন- এমন সংবাদ পেয়ে তড়িঘড়ি করে বাংলাদেশে রওনা দেয় আশুতোষ। মোটরসাইকেলে তাকে সীমান্তে নামিয়ে দিতে আসেন সুশান্ত। সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ইছামতি পার্কিংয়ের সামনের তাদের মোটরসাইকেলকে চাপা দেয় পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বসিরহাট থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ আশুতোষের বৈধ পাসপোর্ট উদ্ধার করেছে।
এবিসিবি/এমআই