কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর
বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে শনাক্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার রিপোর্ট পান তিনি।
৭৪ বছর বয়সী আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের এমপি। বর্তমা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তিনি। ৪বারের সংসদ সদস্য নূর ২০১৩ সালের শেখ হাসিনার সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন। একইসাথে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি।
১৯৭২ সালে ‘নাগরিক’ নাট্যদলের মাধ্যমে আসাদুজ্জামান নূরের অভিনয় জীবনের শুরু হয়। এই নাট্যদলের ১৫টি নাটকে ৬০০ বারের বেশি অভিনয় করেছেন তিনি। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন টেলিভিশন ও সিনেমার দর্শকদেরও। টেলিভিশনে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এইসব দিনরাত্রি’ (১৯৮৫), ‘অয়োময়’ (১৯৮৮), ‘কোথাও কেউ নেই’ (১৯৯০), ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’ (১৯৯৯) ও আজ রবিবার’ (১৯৯৯)। রেডিওতে প্রচারিত তাঁর নাটকের সংখ্যা অর্ধশতাধিক। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘শঙ্খনীল কারাগার’ (১৯৯২) ও ‘আগুনের পরশমণি’ (১৯৯৪)।