প্রণব মুখার্জির মৃত্যুতে বলিউড-টলিউড তারকাদের গভীর শোক প্রকাশ
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে গোটা ভারতবর্ষে নেমেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় বলিউড-টলিউড তারকারা শোক প্রকাশ করেছেন। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন অজয় দেবগন, লতা মঙ্গেশকর, রীতেশ দেশমুখ, তাপসী পান্নু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নুসরত, দেব, মিমি টুইটবার্তায় প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
অনিল কাপুর লিখেছেন, ‘সাবেক মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন ভালো নেতা ও দেশপ্রেমী। তার পরিবারের জন্য গভীর সমবেদনা ও প্রার্থনা।’
মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন প্রণব মুখার্জি। পরিবার ও বন্ধুদের সমবেদনা জ্ঞাপন করছি। আত্মা শান্তি পাক আপনার।’
পুরষ্কার গ্রহণ করার ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘সংবাদটা মেনে নিতে পারছি না। উনি চিরকাল আমাদের স্মৃতিতে জীবিত থাকবেন।’
হুমা কোরেশী লিখেছেন, ‘প্রণব মুখার্জির প্রয়াণের খবরে মন খারাপ হয়ে গেল। তার পরিবার ও বন্ধুদের জানাই সমবেদনা জ্ঞাপন এবং তার আত্মার শান্তিকামনা করি।’
গুরুতর অসুস্থ হয়ে কোমায় ছিলেন প্রণব মুখার্জি। করোনাভাইরাসও আক্রান্ত ছিলেন তিনি। মস্তিষ্কে সার্জারির একদিন পর তিনি মারা যান।
করণ জোহর টুইট করেছেন, ‘স্যার আপনার আত্মার শান্তি কামনা করি। এই দেশের প্রতি আপনার নিষ্ঠা এবং সম্মানের জন্য আপনাকে স্যালুট জানাই।’
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের ১৩তম রাষ্ট্রপতি তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৪ বছর।