Type to search

বিনোদন

বন্য প্রাণীর মাংস খেয়ে বিপদে ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী

বলিউডের অস্কার দৌড়ের ছবি ‘লাপাতা লেডিস’-এ অভিনয় করে দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছেন মারাঠি অভিনেত্রী ছায়া কদম। সাম্প্রতিক সময়ে তার আরেকটি ছবি ‘অল ইউ ইমাজিন অ্যাজ লাইট’ জায়গা করে নিয়েছে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে। একের পর এক সফলতার মাঝে এবার আইনি ঝামেলায় জড়ালেন এই অভিনেত্রী।

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একাধিক ধারায় অভিযুক্ত হয়েছেন তিনি। অভিযোগ উঠেছে, তিনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, অতীতে তিনি একাধিক বিলুপ্তপ্রায় ও সুরক্ষিত বন্যপ্রাণীর মাংস খেয়েছেন। তার খাওয়া প্রাণীগুলোর তালিকায় রয়েছে ইগুয়ানা, মাউস ডিয়ার (এক ধরনের বনহরিণ), গুইসাপ, বন্য শূকর, খরগোশ ও সজারু।

এই বিষয়ে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বন বিভাগ ইতোমধ্যেই ছায়া কদমের নামে একটি আইনি নোটিশ জারি করেছে। বন বিভাগ জানিয়েছে, মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরই তারা পদক্ষেপ নেয়। অভিযোগে বলা হয়, অভিনেত্রী ছায়া কদম একাধিকবার এই ধরনের প্রাণী খাওয়ার অভিজ্ঞতা প্রকাশ্যে জানিয়েছেন, যা ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন।

বন বিভাগ আরও জানিয়েছে, শুধু অভিনেত্রী নন, এই ঘটনার পেছনে থাকা চোরাশিকারি ও এসব প্রাণীর মাংস সরবরাহকারীদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। তদন্তকারীদের একটি দল ছায়া কদমের সঙ্গে যোগাযোগ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি পেশাগত কাজে শহরের বাইরে রয়েছেন। ফিরেই তিনি আইনি নোটিশের জবাব দেবেন।

ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ১৯৭২ অনুসারে, তালিকাভুক্ত সুরক্ষিত প্রাণী হত্যা বা আহার করা শাস্তিযোগ্য অপরাধ। প্রমাণ পাওয়া গেলে ছায়া কদমের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হতে পারে বলে বন বিভাগের এক কর্মকর্তা জানান।

অভিনেত্রীর পক্ষ থেকে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

-ইত্তেফাক

Translate »