Type to search

বিনোদন

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্য করে তোপের মুখে সুপারস্টার আমির খান

সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। মুক্তির পরই সিনেমাটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। মাত্র ১০ দিনে বলিউড বক্স অফিস কাঁপিয়ে ইতোমধ্যেই প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ইস্যুতে দুটি ভিন্ন মতামত উঠে আসছে ভারতীয় একাধিক গণমাধ্যমে। ভারতের অধিকাংশ মানুষ এটিকে সমর্থন দিচ্ছেন। বিশেষ করে হিন্দুরা সিনেমাটিকে কেন্দ্র করে বেশ রসালো আলোচনা করছেন। অন্যদিকে ভারতের মুসলিমরা দাবি করছেন, সিনেমায় তাদেরকে ইচ্ছাকৃতভাবে শত্রু রূপে দেখানো হয়েছে। যা আসলে তারা নন।

সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার সমর্থনে মুখ খুললেন বলিউড সুপারস্টার নায়ক আমির খান

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, এমন একটি বিষয় নিয়ে সিনেমা হওয়া উচিত ছিল অনেক আগেই। এই সিনেমার গোটা টিমকে শুভেচ্ছা। কাশ্মীর পণ্ডিতদের সঙ্গে যা হয়েছে, তা সত্যিই খুব দুঃখজনক। এই ঘটনা ভারতীয় ইতিহাসের হৃদয়বিদারক একটা অংশ। যা গভীর ক্ষতের জন্ম দিয়েছে। সিনেমার গল্পের প্রেক্ষাপট যদি সত্য ঘটনা হয়, সেটা নিয়ে বিতর্ক হবেই।

যদিও আমির খান এখনও সিনেমাটি দেখেননি। তবে খুব শিগগিরই সিনেমাটি দেখবেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ যে বিষয় নিয়ে তৈরি হয়েছে, তা দেশের মানুষের জানা উচিত। প্রত্যেক ভারতীয়র এই সিনেমা অবশ্যই দেখা উচিত। আমার এখনও দেখা হয়ে ওঠেনি। খুব শিগগিরই আমি দেখব সিনেমাটি।’ তবে আমির খানের এমন মন্তব্যে বেজায় চটেছেন ভারতীয় মুসলিমরা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে এ নিয়ে কড়া সমালোচনা।

প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এবিসিবি/এমআই

Translate »