Type to search

শিক্ষা

ইডেনের অধ্যক্ষ হত্যায় ২ গৃহপরিচারিকার ফাঁসির রায়

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় ২ গৃহপরিচারিকাকে   ফাঁসির রায়  দিয়েছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের বাসার কাজের মেয়ে রিক্তা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।

আদালত সূত্রে জানা যায়, সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ গৃহপরিচারিকা রিক্তা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমার মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এছাড়া বাসার মালামাল চুরি করায় তাদের সাত বছরের কারাদণ্ড, পঁচিশ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রিক্তা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি-উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আদালত এদিন ধার্য করেন।
Translate »