Type to search

শিক্ষা

করোনা পরিস্থিতি: বছরের যে কোনো সময় টিসি ছাড়া শিক্ষার্থীদের প্রাথমিকে ভর্তির নির্দেশ

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির জন্য শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সে জন্য সরকার বছরের যে কোনো সময় ছাড়পত্র (টিসি) ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির নির্দেশ দিয়েছে।

গত রবিবার এ সংক্রান্ত পরিপত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জারি করেছে। পরিপত্রটি প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ছাড়াও পাঠানো হয়েছে ডিসি ও ইউএনওদের কাছে।

পরিপত্রে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। অনেক শিক্ষার্থীরা  শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু কিন্টারগার্টেন স্কুল। এই করোনা পরিস্থিতি বিবেচনা করে ছাত্র-ছাত্রী যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিকে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হল।

এতে আরও বলা হয়েছে, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার বেতন বই, আইডি কার্ড, স্লিপ, ক্লাস ডায়েরি, বইপুস্তক বা খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাত্রপত্র (টিসি) প্রয়োজন হবে না বলে উল্লেখ করা হয়েছে পরিপত্রে।

Translate »