অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে টানা দ্বিতীয় মেয়াদে অ্যান্থনি আলবানিজের জয়

লেবার পার্টির সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপন করছেন অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো তিন বছরের মেয়াদে জয়লাভ করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই জয়ের মাধ্যমে তিনি ২১ বছরের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা দুই মেয়াদে বিজয়ী হলেন।
৫০.৩৩% ভোট গণনা শেষে এখন পর্যন্ত ৬৮ আসনে বিজয়ী হয়েছে অ্যান্থনি আলবানিজের দল। অন্যদিকে তার প্রধান বিরোধী নেতা পিটার ডাটনের জোট ২২ আসনে বিজয়ী হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচনে লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ান নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা পরবর্তীতে পশ্চিমাঞ্চল ও দূরবর্তী দ্বীপ অঞ্চলগুলোতে পর্যায়ক্রমে শুরু হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১ কোটি ৮১ লাখ ভোটার এ নির্বাচনে নিবন্ধিত ছিলেন, যার মধ্যে প্রায় অর্ধেকই আগাম ভোট দিয়েছেন।
বছরের শুরুতে জনপ্রিয়তা কমে যাওয়ায় অনেকে ভেবেছিলেন আলবানিজ পরাজয়ের দিকে এগোচ্ছেন। তবে শেষ পর্যন্ত তিনি জোরালো প্রচারণার মাধ্যমে বিরোধী নেতা ডাটনকে পরাজিত করেন। এই বিজয়ের মাধ্যমে লেবার পার্টি আবারও সরকারের নেতৃত্বে আসছে।
চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবারের নির্বাচনী প্রচারণায় প্রাধান্য বিস্তার করেছে মূলত মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার এবং আবাসন সংকট।
ডিজিটাল ডেস্ক