চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা অর্থ বরাদ্দ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস (কোভিড-১৯) আরো বিস্তার প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দুস্থ, দরিদ্র, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে ১০ দশমিক ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল জানান, ‘প্রধানমন্ত্রী সকল জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা বরাদ্দ করেছেন।’