অন্ধকার দিনগুলোতেও সাংবাদিকরা সত্যের সন্ধানে অবিচল থেকেছেন: তারেক রহমান

আজ ৩ মে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।
দিবসটি উপলক্ষে শুক্রবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় সংবাদপত্রের স্বাধীনতার ক্ষয় লক্ষ্য করেছি। তবে পতিত সরকারের আমলে অন্ধকার দিনগুলোতেও দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রের আর্থ-সামাজিক ব্যর্থতার বিরুদ্ধে সাংবাদিকরা সত্যের সন্ধানে অবিচল থেকেছেন।
তিনি তার স্ট্যাটাসে বলেন, আসুন বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে আমরা ঐক্যবদ্ধ হয়ে সংবাদপত্রের স্বাধীনতা এবং সত্য প্রকাশে সাহসী সাংবাদিকদের সুরক্ষার পক্ষে কথা বলি। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন; তাদের কাজকে অবশ্যই সুরক্ষিত এবং গ্রহণ করতে হবে। তাদের ওপর আক্রমণ বা সেন্সর করা উচিত নয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলকে ইঙ্গিত করে স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশে সম্প্রতি ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দমন-পীড়নে সংবাদপত্রের স্বাধীনতার পদ্ধতিগত ক্ষয় লক্ষ্য করেছি। সেই অন্ধকার দিনগুলোতে অনেক সাংবাদিক সাহসী ভূমিকা পালন করেছেন। তারা দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্র কর্তৃক আর্থ-সামাজিক ব্যর্থতার বিষয় তুলে ধরেছেন। এই সাহসী সাংবাদিকরা সত্যের সন্ধানে অবিচল থেকেছেন। তারা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছেন এবং মত প্রকাশের মৌলিক মূল্যবোধকে সমুন্নত রেখেছেন।
তারেক রহমান তার স্ট্যাটাসে আরও লেখেন, বিএনপি সব সময় সাংবাদিকতার অনুপ্রেরণা দেয় এবং নীতি ও সততার সর্বোচ্চ মানকে সমুন্নত রাখে। আমাদের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলেও আমরা নির্ভীক এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনকে মূল্যায়ন করি। আমরা বিশ্বাস করি- একটি মুক্ত এবং স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র তৈরি করে বা ভেঙে দেয়। সাংবাদিকদের সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করা উচিত।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী এবং টেকসই গণতন্ত্র পেতে হলে সাংবাদিকতার সততা এবং স্বাধীনতা বজায় রাখতে হবে। আসুন আমরা সব মতভেদ ভুলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে- নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার সবার জন্য মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করবে এবং সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে।
-যুগান্তর