আমেরিকায় মুসলমানের ওপর বর্ণবৈষম্যমুলক আচরণের দায়ে অভিযুক্ত মার্কিন দম্পতি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মুসলমান প্রতিবেশীর প্রতি বর্ণবৈষম্যমুলক আচরণসহ হুমকি প্রদর্শনের অভিযোগে এক বয়স্ক মার্কিন দম্পতিকে অভিযুক্ত করেছে আদালত। স্থানীয় সময় গত বুধবার (২০ এপ্রিল) জার্সি সিটিতে যুক্তি তর্ক শেষে আদালত এ রায় দেয়।
এ অঙ্গরাজ্যের হাডসন কাউন্টি আদালতে দু’দিনব্যাপী জুরি ট্রায়ালে তাদের নামে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেয়া হয়। দণ্ড ঘোষণার জন্য বিচারক ৭ জুন তারিখ নির্ধারণ করেছেন।
হাডসন কাউন্টি প্রসিকিউটার জানান, জার্সি সিটির ৭৬ বছর বয়সী উইলিয়াম অঙ এবং তার ৭৩ বছর বয়সের স্ত্রী বেভারলি অঙ মুসলমান প্রতিবেশীকে উত্যক্ত করে আসছিলেন।