Type to search

Lead Story সারাদেশ

কক্সবাজারে মানবপাচার চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ৪৮ রোহিঙ্গা উদ্ধার

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় মানবপাচার চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ভুক্তভোগী ৪৮ জন রোহিঙ্গা নারী-পুরুষকে। সোমবার (৪ এপ্রিল) রাতে উপজেলার ভূমি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার ও রোহিঙ্গাদের উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফের পুরান পল্লান পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ফজল আহমদ (৬৫), একই এলাকার মো. ইউনুছ প্রকাশ ফকিরের ছেলে মোহাম্মদ আলী জোহার (২৮), উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার মো. জালালের ছেলে ইমাম হোসেন (৩৫), জিয়াবুর হকের ছেলে মো. জুবায়ের (২০) এবং বালুখালীর ভাদিতলা এলাকার মৃত আক্তার কামালের ছেলে মোহাম্মদ রুবেল (১৯), রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার আইয়ুব আলীর ছেলে মো. আয়াছ (১৯)৷

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মেদ সঞ্জুর মোরশেদ জানান, গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে মানবপাচার করে আসছিল। অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে উখিয়া থেকে ৪৮ রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এত কড়াকড়ির পরও মানবপাচারের মতো ঘৃণ্য অপরাধ থেমে নেই। চক্রের টার্গেট এখন রোহিঙ্গারা। আর তাদের পাতা জালে জড়িয়ে অবৈধপথে পাড়ি দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে এসব মানুষ। বিভিন্ন জায়গায় চাকরি এবং রোহিঙ্গা নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে সহজ-সরল এই মানুষগুলোকে পাচারকারীরা ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। উদ্ধারকৃত রোহিঙ্গা নারী পুরুষেরকে আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হবে। এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এবিসিবি/এমআই

Translate »