Type to search

Lead Story আন্তর্জাতিক

কোনো অবস্থায়ই পদত্যাগ করবো না বললেন ইমরান খান

আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হতে পারে। এরই মধ্যে বুধবার (২৩ মার্চ) ইমরান খান বলেছেন, তিনি কোনো অবস্থায়ই পদত্যাগ করবেন না।

সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ইমরান খান বলেন, বিরোধীরা তাদের সমস্ত কার্ড ফেলেছে কিন্তু তারা অনাস্থা প্রস্তাবে সফল হবে না।

এ সময় ইমরান খান বলেন, আমি কোনো অবস্থায়ই পদত্যাগ করবো না। আমি শেষ বল পর্যন্ত খেলবো এবং অনাস্থা ভোটের একদিন আগে তাদের চমক দেবো।

তবে ইমরান খান ঠিক কি চমক দেবেন সে নিয়ে বিস্তারিত কিছু বলেন নি।আত্মবিশ্বাসের সঙ্গে ইমরান খান বলেন, আমার ট্রাম্প কার্ড হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো কার্ড ফেলিনি। জিও নিউজ।

এবিসিবি/এমআই

Translate »