Type to search

Lead Story রাজনীতি

নিউমার্কেটের সংঘর্ষে জড়িত হেলমেট পরিহিতরা কারা

মির্জা ফখরুল-এবিসিবি নিউজ-abcb news

ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা দায়েরের বিষয়টি হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব জানান, বিরোধীশূন্য রাজনৈতিক ব্যবস্হা বাস্তবায়নে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঐ এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির স্হানীয় নেতাকর্মীদের নামে পরিকল্পিতভাবে মামলা দায়ের করেছে।

ফখরুল বলেন, সংঘর্ষের ঘটনা শুরুর সঙ্গে সঙ্গে পুলিশের নির্লিপ্ত ভূমিকায় প্রমাণিত হয়—এই ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে। পরিস্হিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তত্পরতাই চোখে পড়েনি। ঘটনা মোকাবিলায় শুরু থেকেই পুলিশ যদি সক্রিয় হতো তাহলে নাহিদের মতো একজন তাজা তরুণের প্রাণ যেত না। ঘটনায় জড়িত সরকারি সংগঠনের চিহ্নিত নেতাকর্মীদের আড়াল করতেই সুপরিকল্পিতভাবে নিউমার্কেট এলাকার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, হেলমেট পরিহিত লোকজন যাদেরকে দেখা গেছে তারা কারা? এসব নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নিত্যপণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি, মুনাফালোভী ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা ও টিসিবির ট্রাকের পেছনে মধ্যম ও নিম্ন আয়ের মানুষদের দীর্ঘ সারি, নানা ধরনের দুর্নীতি ও টাকা পয়সা ভাগ-বাটোয়ারার অভিযোগের পটভূমিতে সরকারের সীমাহীন ব্যর্থতার ইমেজ থেকে মানুষের মন ও চোখকে অন্যদিকে ফেরাতে দেশব্যাপী নানামুখী সংঘাত-সংর্ষের ঘটনা ঘটানো হচ্ছে। ফখরুল অবিলম্বে নিউমার্কেট থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবি জানান।-ইত্তেফাক

এবিসিবি/এমআই

Translate »