Type to search

Lead Story আন্তর্জাতিক

ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে জয়ী ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে কট্টর ডানপন্থী মেরি লা পেনকে হারিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচন দুটি পর্বে হয়ে থাকে। প্রথম রাউন্ডে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় রাউন্ড বা রান-অফে অংশ নিতে হয়। প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী রান-অফে অংশ নিতে পারেন।

গত ১০ এপ্রিল প্রথম রাউন্ডের ভোটে ১২ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই পর্বে ম্যাক্রোঁ এবং লা পেন সবচেয়ে বেশি ভোট পান। কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় তারা দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে অংশ নেবেন। সিএনএন অনুমোদিত বিএফএম টিভির এক জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ ভোটার তাদের দুই জনের মধ্যে ম্যাক্রোঁকে প্রেসিডেন্ট হিসেবে বেশি পছন্দ করেন।

রবিবার (২৪ এপ্রিল) আইফেল টাওয়ারের পাদদেশে ম্প ডি মার্স পার্কে বিশাল স্ক্রিনে ভোটের ফলাফল প্রকাশ হওয়া মাত্রই বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন ম্যাক্রোঁর সমর্থকরা। এসময়, জনসাধারণ একে অন্যের সাথে কোলাকুলি করতে দেখা যায়।

এর বিপরীতে, হতাশাগ্রস্ত লঁ পেনের সমর্থকদের একটি দল প্যারিসের উপকণ্ঠে একটি বিস্তীর্ণ অভ্যর্থনা হলে শিস দিয়ে দুয়ো ধ্বনি দেয়।

এবিসিবি/এমআই

Translate »