বিএনপি ও সমমনাদের দেশব্যাপী বিক্ষোভ আজ

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে আজ সোমবার (১৬ জানুয়ারি) সারাদেশের মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল করবে তারা। ওই দিন ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বরাবর চিঠিও দিয়েছে দলটি।
গত ১১ জানুয়ারি ঢাকার নয়াপল্টনের গণঅবস্থান কর্মসূচি থেকে ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। একই কর্মসূচি ঘোষণা দিয়েছে ৭ দলের গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য, এলডিপি ও গণফোরাম।
আজ ৭ দলের গণতন্ত্র মঞ্চ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনে, এলডিপি পূর্বপান্থপথের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এ ছাড়া চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য ও গণফোরামও এ কর্মসূচি পালন করবে। ১২ দলীয় জোট চট্টগ্রামে কাল ও পরশু ঢাকায় এ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
কর্মসূচি নেই জামায়াতের: যুগপৎ আন্দোলনে থাকা সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল একযোগে কর্মসূচি পালন করলেও জামায়াতে ইসলামী কোনো কর্মসূচি ঘোষণা করেনি।
জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক: শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে অন্যান্য শরিক নেতারা উপস্থিত ছিলেন।
বাম গণতান্ত্রিক ঐক্যের সাক্ষাৎ: দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন যুগপৎ আন্দোলনে থাকা চারদলীয় জোট বাম গণতান্ত্রিক ঐক্যের নেতারা।-সমকাল
এবিসিবি/এমআই