Type to search

Lead Story রাজনীতি

সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে বন্যাদুর্গত মানুষ

রিজভী-এবিসিবি নিউজ-abcb news

ক্ষমতাসীনদের ভুল নীতির কারণে সিলেটে বন্যা পরিস্থিতি ধ্বংসাত্মক হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে বন্যা উপদ্রুত মানুষ। সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বেড়েছে। একই অঞ্চলে প্রতিবছর বন্যা হওয়ার পরও ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ গড়ে তুলতে পারেনি সরকার।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা ও ধ্বংস যেন সমার্থক হয়ে উঠেছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না। এদিকে উত্তর-পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থাও সঙ্গিন। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রিজভী আরও বলেন, বৃহত্তর সিলেট, রংপুর ও ময়মনসিংহে পানিবন্দি মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি। আড়তদাররা চামড়া ফিরিয়ে দিয়েছে। এটাও সিন্ডিকেটবাজদের কারসাজি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সহসম্পাদক সাইফ আলী খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, কাজী রফিক প্রমুখ।

এবিসিবি/এমআই

Translate »