স্বাধীনতা পদক প্রদানেও আত্মীয়করণ করেছে সরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা পদক প্রদানেও সরকার আত্মীয়করণ করেছে। স্বাধীনতার পদক যা কি না প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন, সেই পদক নিয়ে তারা দুর্নীতি করেছে। আমির হামজা নামে এক জনকে তারা পদক দিয়ে বাতিল করেছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে চিকিৎসা ও সেবা কমিটির উদ্যোগে ‘স্বনির্ভর দেশ গঠনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাত জন প্রখ্যাত চিকিৎসক মুক্তিযোদ্ধাকে তাদের অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, অধ্যাপক ফরিদুল হুদা, অধ্যাপক মোবিন খান, অধ্যাপক শামসুল ইসলাম, ডা. সাহাদাত হোসেন, অধ্যাপক মোমিনুল ইসলাম, অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক আবদুল হক। এছাড়া বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও এই সরকারের লোকজন কীভাবে অর্থ উপার্জন করবে, কীভাবে লুটপাট করবে, সেই লক্ষ্যে কাজ করছে। এজন্য পেশাজীবী ও রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরাতে হবে।
দেশের অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশে দারিদ্রের হার দুই ভাগ বেড়ে গেছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে।-ইত্তেফাক
এবিসিবি/এমআই