Type to search

Lead Story সারাদেশ

বান্দরবানে দু’পক্ষের গোলাগুলিতে ৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই সশস্ত্র গ্রু‌পের গোলাগুলিতে আট জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে নিরাপদ স্থানে অবস্থান নেয় এলাকাবাসী। কিন্তু সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় তারা।

নিহতদের ম‌ধ্যে ৭ জ‌নের নাম জানা গে‌ছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

ও‌সি আবদুল মান্নান জানান, ‘রোয়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকা থে‌কে ৮ জনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে আনা হ‌চ্ছে। ত‌বে কে বা কারা তা‌দের হত্যা করেছে তা জানা যায়‌নি। মরদেহ গুলো কোন গ্রু‌পের তাও বলা যা‌চ্ছে না।’

এবিসিবি/এমআই

Translate »