বিএনপির রিজভী, এ্যানি ও শিমুল গ্রেপ্তার

রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে তাদের পল্টন অফিস থেকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তবে বিএনপির পক্ষ থেকে শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হওয়ার দাবি করা হয়।
১০ ডিসেম্বরের গণসমাবেশ উপলক্ষে বুধবার সকাল থেকেই নয়া পল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এক পর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়।
অপরদিকে, সকালে থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা বাড়ার সাথে সাথে ওই এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করা হয়।