Type to search

আন্তর্জাতিক

অধিবেশন শুরুর দিন ভারতের ২৫ সাংসদ করোনায় আক্রান্ত

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

ভারতের সংসদ অধিবেশন শুরুর প্রথম দিনেই ২৫ সংসদ সদস্যর দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর)  অধিবেশন শুরু আগে করোনা পরীক্ষা করায় ওই সংসদ সদস্যদের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত আসে।

জানা যায়, দেশটিতে অধিবেশন শুরুর পূর্বে সংসদ সদস্যদের বাধ্যতামূলকভাবে করোনাভাইরাস পরীক্ষা করতে হয়েছে। সেখানে লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৮ জনের দেহে করোনা আক্রান্ত হয়। শনাক্তের মধ্যে ক্ষমতাসীন বিজেপির ১৪ জন সংসদ সদস্যও রয়েছেন।

সংবাদ সংস্থা আনন্দবাজার জানায়, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার ফলে লোকসভায় অর্ধেক সদস্যই শুধু বসতে পারছেন। দর্শক গ্যালারিতেও কিছু সদস্য বসছেন। রাজ্যসভায় এবং রাজ্যসভার কিছু সদস্য দর্শক গ্যালারিতেও বসেছেন। রাজ্যসভার ক্ষেত্রেও একইরকমভাবে রাজ্যসভা, দর্শক গ্যালারি ও লোকসভায় এমপিরা বসছেন। এ জন্য লোকসভা ও রাজ্যসভার অধিবেশন এবার একসাথে বসছে না। এবং আলাদা সময়ে বসছে।

এদিকে, অনুপস্থিত ছিলেন প্রথম দিনের লোকসভার অধিবেশনে অনেক সংসদ সদস্যই।কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী চেক-আপ করাতে বিদেশে গেছেন। মায়ের সঙ্গে রাহুলও গেছেন। ফলে কেউই ছিলেন না তারা অধিবেশনে। রাহুল দিন কয়েকের মধ্যে ফিরবেন বলে কংগ্রেসর একটি বিশেষ সূত্রে জানা যায়।

Translate »