Type to search

আন্তর্জাতিক

উত্তর ভারতে বেজে উঠল বিমান হামলার সাইরেন

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের সম্ভাব্য হামলার আশঙ্কায় উত্তর ভারতের আম্বালায় বিমান হামলার সতর্কতা জারি করেছে দেশটির বিমান বাহিনী।

আল জাজিরার লাইভ প্রতিবেদন অন্যসারে, স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শহরজুড়ে সাইরেন শোনা যায় এবং নাগরিকদের ঘরের ভেতরে থাকার জন্য অনুরোধ করা হয়।

জারি করা একটি নির্দেশিকা উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিমান বাহিনী স্টেশন থেকে সম্ভাব্য আক্রমণের সতর্কতা পাওয়া গেছে। সাইরেন বাজানো হচ্ছে। সকলকে ঘরের ভেতরে থাকতে এবং বারান্দা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’

-আল জাজিরা

Translate »