Type to search

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে।

এক টুইটে ডোনাল্ড ট্রাম্প নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা বিবিসি

নিজের ঘনিষ্ঠ এক উপদেষ্টার দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার কথা জানানোর পর কোয়ারেন্টাইনে থাকা ট্রাম্প নিজের ও স্ত্রী মেলানিয়ারও করোনা শনাক্তের হওয়ার খবর দিলেন।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) এক টুইটে ট্রাম্প লেখেন, তার উপদেষ্টা হোপ হিকস করোনা সংক্রমণ পজিটিভ শনাক্ত হয়েছে এবং তিনি ও স্ত্রী মেলানিয়া কোয়ারেন্টাইনে আছে।

টুইটে ট্রাম্প আরও জানান, উপদেষ্টা হোপ হিকসের দেহে সংক্রমণ পজিটিভ শনাক্ত হওয়ার পর তিনি ও মেলানিয়া নমুনা পরীক্ষা করতে দিয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর স্ত্রীসহ করোনায় পজিটিভ হওয়ার বিষয়টি পুনরায় টুইট করে নিশ্চিত করলেন ট্রাম্প।

কোভিড-১৯ শনাক্ত ট্রাম্পের ওই উপদেষ্টার নাম হোপ হিকস। ৩১ বছর বয়সী হিকস সপ্তাহের শুরুতে ওহাইওতে একটি টেলিভিশন বিতর্কে অংশ নিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ভ্রমণ করেন।

এমনকি গত গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের উড়োজাহাজ থেকে নামার সময় হোপ হিকসের মুখে মাস্ক দেখা যায়নি। এছাড়া গত বুধবার একটি নির্বাচনী র‌্যালিতে অংশ নিতে হেলিকপ্টারে করে মিনেসোটায় যান প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে তার সাথেও ছিলেন হিকস।

Translate »