Type to search

আন্তর্জাতিক

কারফিউ উপেক্ষা করে চলছে বিক্ষোভ, উত্তাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ৪০ টির বেশী শহরে জারি করা হয়েছে কারফিউ। নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারপরও কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে চলছে বিক্ষোভ।

 

ওয়াশিংটন ও নিউ ইয়ার্ক শহরে কারফিউ কার্যকর করার পরও চলছে বিক্ষোভ।  অবস্থান ত্যাগ না করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ এড়াতে হোয়াইট হাউজের সামনে প্রতিরক্ষা বাড়াতে নতুন একটি গেইট স্থাপন করা হয়েছে।

আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল।

একই চিত্র নিউ ইয়ার্ক শহরেও। কারফিউ জারির পরও রাজপথ থেকে বিক্ষোভকারীরা সরছেন না।

এদিকে আগের রাতে ম্যানহাটানে লুটপাট ও ভাঙচুর হওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছে। ও নিউ ইয়ার্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের অনেক শহরে বিক্ষোভ অব্যাহত আছে।

জর্জ ফ্লয়েডের পরিবারের সাথে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নিতে টেক্সাস রাজ্যের হিউষ্টনে জড়ো হচ্ছে মানুষ। প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হওয়ার সংবাদ দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

ফ্লোরিডার অরল্যান্ডোতে দুই হাজারের বেশী মানুষ সিটি হলের দিকে পদযাত্রা করছে। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতেও সিটি হলের দিকে বিক্ষোভকারীদের বিক্ষোভ অব্যাহত আছে।

গত সপ্তাহে মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু হয় যুক্তরাষ্ট্রে।

Translate »