Type to search

আন্তর্জাতিক

কোভিড-১৯ আক্রান্ত হলেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। দেশটির বর্তমান সরকারের মুখপাত্র মার্কো মিলিচ এক বিবৃতিতে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

দু’দিন আগে প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের স্ত্রীর করোনা শনাক্ত হন। সোমবার (৩০ নভেম্বর) চিকিৎসকের পরামর্শে প্রধানমন্ত্রী করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে নিজ বাসায় ১০দিনের আইসোলেশনে রয়েছেন তিনি।

ক্রোয়েশিয়া সরকারের মুখপাত্র মার্কো মিলিচ জানিয়েছে, করোনাভাইরাস পজিটিভ হলেও প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ শারীরিকভাবে এখনও সুস্থ্ বোধ করছেন। তাই পরবর্তী ফল নেগেটিভ না আসা পর্যন্ত বাসায় থেকেই প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন তিনি এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবস্থাপত্র গ্রহণ করবেন।

এর আগে ক্রোয়েশিয়ার সরকারের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোসও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন।

দ্বিতীয় ধাপে ইউরোপের অন্যান্য দেশের মতো ক্রোয়েশিয়াতেও ক্রমশ করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে নতুন করে ১৮৩০ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুর হার বিবেচনায় দেশটিতে এটি নতুন রেকর্ড।

Translate »