দুবাইয়ে করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিলেন বাংলাদেশি রাফি
চীনা কোম্পানি সিনোফার্মের সঙ্গে যৌথভাবে করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। কাজের সূত্রে দেশটিতে শতাধিক দেশের নাগরিকের বাস। এজন্য তৃতীয় দেশ হিসেবে ভ্যাকসিন পরীক্ষার জন্য আরব আমিরাতকে কোম্পানিটি বেছে নিয়েছে।
আরব আমিরাতে স্বেচ্ছায় পরীক্ষামূলকভাবে এই করোনা ভ্যাকসিনটি গ্রহণ করার জন্য দশ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে। তাদের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটের রাহাত আহমেদ রাফি নামের ২৬ বছরের এক তরুণ এ ভ্যাকসিন গ্রহণ করেন।
টিকা গ্রহণের পর এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানান বাংলাদেশি রাহাত আহমেদ রাফি। প্রথম ডোজ গ্রহণের ২১ দিন পর শরীরে তার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। গত ২৪ জুলাই আমিরাতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা এই তরুণ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।