Type to search

আন্তর্জাতিক

ফ্রান্সে ইসলামের মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনে শিক্ষককে হত্যায় সৌদির নিন্দা

ফ্রান্সে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র দেখানোয় রাস্তায় ইতিহাসের শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে নিহতের পরিবার ও ফরাসি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছে। দেশটির বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যু পরিবার, ফরাসি সরকার ও দেশটির সব নাগরিকের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে সৌদি আরব।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সব ধরনের সহিংসতা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সক্রিয় সৌদি আরব।

গত গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পাঁচটায় প্যারিসের উত্তর-পশ্চিমে ‘কনফ্ল্যানস স্যান্তে-হোনরিন’ অঞ্চলে একটি স্কুলের কাছে ঐ শিক্ষককে এক হামলাকারী গলাকেটে হত্যা করে।

পুলিশ জানায়, হামলার শিকার মৃত্যু ঐ ব্যক্তি ইতিহাসের শিক্ষক ছিলেন, যিনি সম্প্রতি ক্লাসে মহানবীর ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনা করেন। হামলাকারী আটকের সময় পুলিশের গুলিতে নিহত হয়। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। সংবাদ সংস্থা বিবিসি, আরব নিউজ

Translate »