Type to search

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস (কোভিড-১৯) এক লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এমনটি জানানো হয়। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় ১ হাজার চারশ ৬১ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে দেশটিতে করোনায় গড়ে প্রতি মিনিটে একজনের মৃত্যু হচ্ছে।

করোনাভাইরাস এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর তালিকায় বিশ্বে ১ম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।করোনায় দেশটিতে গত ফেব্রুয়ারিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

গত ১৪ জুলাই দ্য ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ইন্সটিটিউট এন্ড ইভালুয়েশনের পক্ষ থেকে বলা হয়, আগামী নভেম্বর এক তারিখ নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৪ হাজারের দাঁড়াতে পারে। এর আগে এই প্রতিষ্ঠানটি জানিয়ে ছিল যে যুক্তরাষ্ট্রে জুন মাসে লকডাউন শিথিল করা হলে জুলাইয়ে ৮১ হাজারের চেয়ে বেশি মানুষ মারা যেতে পারেন বলে জানান।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় পজিটিভ ৪৫ লাখ ৬৮ হাজার ৩৭৫ জন হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৫ জন। সংবাদ আল জাজিরা, এএফপি।

Translate »