Type to search

আন্তর্জাতিক

১৫ বছরের মধ্যে ১০ বছরই কর দেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ বছরের মধ্যে ১০ বছরই কর দেননি। ২০১৬ ও ২০১৭ সালে মাত্র সাড়ে ৭শ’ ডলার কর দিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক অনুষ্ঠানের ঠিক একদিন আগে এমন খবর প্রকাশ পেল।

২০১৮ সালে ৪৩৫ মিলিয়ন ডলার বার্ষিক আয় থাকলেও কর ফাঁকি দেওয়ার জন্য ৪৭ মিলিয়ন ডলারের বেশি লোকসান দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, সে সময় স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে দুটি গলফ রিসোর্ট এবং হোটেল ব্যবসায় ধস নেমেছিলো।

তবে এই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশের পর তিনি বলেছেন, প্রত্যেক বছরই সময়মতো কর পরিশোধ করেছি। ট্যাক্স রিটার্নের নথিপত্র এলেই সেটি দেখতে পাবেন আপনারা। এখন অডিট চলছে নথিপত্র নিয়ে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।ট্রাম্পের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখেই চালানো হচ্ছে এসব প্রোপাগাণ্ডা।

তিনি বলেন, অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার লোক আমার সাথে খারাপ ব্যবহার করেছে।

Translate »