দিল্লি বিমানবন্দরের ১৩৮ ফ্লাইট বাতিল

ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা ও সীমান্ত অঞ্চলে হামলার আশঙ্কায় দিল্লির বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীন মিলে ১৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার ভোর ৫ টা থেকে দুপুর ২ টার মধ্যে ফ্লাইটগুলো বাতিল হয়।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি বহির্গামী অভ্যন্তরীন ফ্লাইট এবং ৬৩টি আগত অভ্যন্তরীন ফ্লাইট, ৫টি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট এবং ৪টি আগত আন্তর্জাতিক ফ্লাইট। খবর দ্য হিন্দুর
কাশ্মীরে গত ২২ এপ্রিলের জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে ‘অপারেশন সিন্দুর’ অভিযানে বুধবার পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী।
এই প্রত্যাঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধের কথা ঘোষণা করা হয়। এর মধ্যে আছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসরসহ বিভিন্ন স্থানের বিমানবন্দর।
শনিবার বিকাল পর্যন্ত এই বিমানবন্দরগুলো বন্ধ থাকবে। সেকারণে অনেক ফ্লাইটিই বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। চলছে বাড়তি তল্লাশি।
-দ্য হিন্দু