বিতর্কিত বিড়লা আবারও লোকসভার স্পিকার

ভারতে আবারও লোকসভার স্পিকার হয়েছেন বিতর্কিত ওম বিড়লা। সর্বশেষ সংসদে স্পিকার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। গতকাল বুধবার সংসদে কণ্ঠভোটে তাঁকে স্পিকার নির্বাচন করা হয়। নতুন স্পিকারকে স্বাগত জানিয়েছেন লোকসভায় বিরোধীদলীয় নেতা কংগ্রেসের রাহুল গান্ধী।
এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তিনি করমর্দন করেন। পরে বিড়লা ভারতের ‘জরুরি অবস্থার অন্ধকার দিন’ স্মরণ করে দুই মিনিট নীরবতা পালন করলে এ নিয়ে বিরোধীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর এনডিটিভির।
ইন্ডিয়া জোটের শরিক দল তৃণমূল কংগ্রেস বলছে, বিরোধীদের অবজ্ঞা করে ‘একতরফা’ভাবে বিড়লাকে স্পিকার নির্বাচিত করা হয়েছে। তিনি স্পিকার হওয়ার পরপরই সংসদে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো রাখঢাক না রেখেই অভিষেক বলেন, ‘যা হয়েছে, তা নিয়মবিরুদ্ধ। বিরোধী শিবিরের বহু সংসদ সদস্যই চেয়েছিলেন ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন হোক।’
ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস কেরালার সংসদ সদস্য কে সুরেশকে প্রার্থী করেছিল। বেলা ১১টা নাগাদ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। একে একে এনডিএর শরিক দলগুলোর প্রধানরা রাজস্থানের সংসদ সদস্য বিড়লার নাম প্রস্তাব করেন। ইন্ডিয়ার শরিকরা প্রস্তাব করেন সুরেশের নাম। এর পরই কণ্ঠভোটের প্রস্তাব দেন লোকসভার প্রোটেম স্পিকার বিজেপির উড়িষ্যার সংসদ সদস্য ভর্তৃহরি মাহতাব।
কণ্ঠভোটে দুই পক্ষের আওয়াজ সমান ছিল। মাহতাব কেবল বিজেপি আওয়াজ গ্রহণ করেছেন। লোকসভায় ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পর তাঁকে স্পিকারের আসনে নিয়ে যান নরেন্দ্র মোদি ও বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী। স্পিকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভঙ্গিতে হাতও মেলান তারা।
নরেন্দ্র মোদির দ্বিতীয় দফার সরকার চলাকালেও ওম বিড়লা লোকসভায় স্পিকারের দায়িত্বে ছিলেন। এ সময় বিরোধী দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তিনি বিরোধী দলের বহু সাংসদকে বহিষ্কার করে নিন্দিত হন।
এবিসিবি/এমআই