যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি দেবে হামাস

যুদ্ধবিরতিতে রাজি না হওয়া পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম কমার্স্যান্ত।
সংবাদপত্রটি শুক্রবার আবু হামিদ নামে হামাসের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার সময় বিভিন্ন ফিলিস্তিনি দল যাদেরকে গাজায় নিয়ে গিয়েছিল তাদের সবাইকে খুঁজে বের করার জন্য সময় প্রয়োজন ছিল। এই সময় নেওয়ার কারণেই মূলত যুদ্ধের প্ররোচণা।
তিনি বলেন, হামাস এ পর্যন্ত চার জিম্মিকে মুক্ত করেছে। পাশাপাশি তিনি বেসামরিক বন্দীদের মুক্তি দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। কিন্তু এর জন্য একটি শান্ত পরিবেশ প্রয়োজন। ইসরায়েলি বোমা হামলায় ইতোমধ্যে ৫০ জন নিহত হয়েছে।
রাশিয়ায় হামাসের প্রতিনিধি দল
এদিকে ইসরায়েল বলেছে, তারা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলোকে এ ধরণের অপারেশন শুরু না করতে অনুরোধ জানিয়েছে। কারণ অভিযান চালানো হলে ঘনবসতিপূর্ণ উপত্যকায় বেসামরিক হতাহতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে এমনকি এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা মার্কিন বাহিনীর উওপর হামলা করেছিল। এর প্রতিশোধ নিতে শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান সিরিয়ার অস্ত্র ও গোলাবারুদ সরংরক্ষণাগারে হামলা চালায়।
শুক্রবার প্রকাশিত একটি মতামত জরিপে বলা হয়েছে, প্রায় অর্ধেক ইসরায়েলি এখন অন্তত ২২৪ জিম্মি থাকার আশঙ্কায় স্থল আক্রমণ বন্ধ রাখতে চায়।
হামাসের আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ প্রান্তে একটি সৈকতে অবতরণের চেষ্টা করেছিল।
ইসরায়েল বলেছে, ৭ অক্টোবরের হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তিনজন সিনিয়র হামাস অপারেটিভকে আঘাত করেছে তাদের যুদ্ধবিমান।
এবিসিবি/এমআই