Type to search

খেলাধুলা

সুপার এইটে কখন-কাদের বিপক্ষে খেলবে টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২১ জুন সুপার এইট পর্ব শুরু হবে সাকিব-শান্তদের। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। পরদিন রাত সাড়ে ৮টায় একই মাঠে ভারতের বিপক্ষে পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা।

আর ২৫ জুন সুপার এইটে শেষ ম্যাচ বাংলাদেশের। ওইদিন সেন্ট ভিনসেন্টে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

এবিসিবি/এমআই

Translate »